আকাশ কালো মেঘ করে, শোঁ-শোঁ দমকা হাওয়া বইয়ে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির অনুভূতিটা একটা খুব আনন্দের অনুভূতি। এসময়ে রাস্তায় আটকে গিয়ে বিরক্ত লাগলেও, বৃষ্টি ভালো লাগে। আল্লাহর রহমত হলো এই বৃষ্টি। ফুল-ফল-ফসল ফলায় এবং মাটিকে উর্বর করে এই বৃষ্টি। আল্লাহ আমাদের জন্য কল্যাণময় বৃষ্টি দিন। মহামারীর এই দুর্যোগের দিনে আমাদের ক্ষমা করে আমাদের ওপর রহমতের ঝরণাধারা ঝরিয়ে দিন, হে আমাদের রব! বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আসুন আমাদের জন্য ক্ষমা ও দয়ার প্রার্থনা করি...
Subscribe to:
Post Comments (Atom)
২৩-০৪-২০২০
আকাশ কালো মেঘ করে, শোঁ-শোঁ দমকা হাওয়া বইয়ে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির অনুভূতিটা একটা খুব আনন্দের অনুভূতি। এসময়ে রাস্তায় আটকে গিয়ে বিরক্ত লা...
-
বিদায় তো তারই সুন্দর হয়, যার অবস্থান থাকে অর্থপূর্ণ। সুন্দর বিদায় মানে কি আর আড়ম্বর, জাঁকজমক, ঢাকঢোল? সুন্দর বিদায় হলো যতটুকু থাকা হলো, ততট...
-
latest to 36 বিশালতা প্রকৃতির যেমন আছে, আকাশের আছে, সমুদ্রের আছে। মানুষের মাঝেও বিশালতা আছে -- জ্ঞানের, ব্যক্তিত্বের, মেধার। তবে প্রকৃতির...
-
ভালোবাসতে পারবেন না এখন সবকিছুকে? তুচ্ছ মানুষগুলোকে ভালোবাসুন। আপনি যখন ভালোবাসতে পারবেন, তখন বুকের ভেতরে বসন্তবাতাস অনুভব করতে পারবেন। ভাল...
No comments:
Post a Comment